Rabindranath Tagore - Stories - গল্পসল্প - আরো-সত্য (aro satya) আরো-সত্য(Aaro-Satyo)-রবীন্দ্রনাথ ঠাকুর ।




Banglar Addakhana | বাংলার আড্ডা খানা | Bangla | বাংলা | Bengali Pod Cast | বাংলা পডকাস্ট |Podcast | Story | Poem | গল্প show

Summary: <p>Rabindranath Tagore - Stories - গল্পসল্প - আরো-সত্য (aro satya)আরো-সত্য(Aaro-Satyo)-রবীন্দ্রনাথ ঠাকুর ।</p><p>বাংলা সাহিত্য জগতে সর্বশ্রেষ্ঠ বলে যদি কেউ থেকে থাকেন তাহলে সেটা অবশ্যই আমাদের সকলের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর | তাঁর লেখা অসাধারণ সব কবিতা ও গান, আজও প্রত্যেকটা বাঙালীর সমানভাবে মন কাঁড়ে | তিনি শুধু একজন শ্রেষ্ঠ গল্পকারই ছিলেন না, সেইসাথে ছিলেন একজন ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, দেনাপাওনা, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিকও |Bangla Audiobook | Bangla Story | Bangla Golpo | Bengali Chat Room | বাংলার আড্ডাখানা | bengali  stories bengali  story</p><p>আমি যখন ছোটো ছিলুম, ছিলুম তখন ছোটো;</p><p>আমার ছুটির সঙ্গী ছিল ছবি আঁকার পোটো।</p><p>বাড়িটা তার ছিল বুঝি শঙ্খী নদীর মোড়ে,</p><p>নাগকন্যা আসত ঘাটে শাঁখের নৌকো চ'ড়ে।</p><p>চাঁপার মতো আঙুল দিয়ে বেণীর বাঁধন খুলে</p><p>ঘন কালো চুলের গুচ্ছে কী ঢেউ দিত তুলে।</p><p>রৌদ্র-আলোয় ঝলক দিয়ে বিন্দুবারির মতো</p><p>মাটির 'পরে পড়ত ঝরে মুক্তা মানিক কত।</p><p>নাককেশরের তলায় ব'সে পদ্মফুলের কুঁড়ি</p><p>দূরের থেকে কে দিত তার পায়ের তলায় ছুঁড়ি।</p><p>একদিন সেই নাগকুমারী ব'লে উঠল, কে ও।</p><p>জবাব পেলে, দয়া ক'রে আমার বাড়ি যেয়ো।</p><p>রাজপ্রাসাদের দেউড়ি সেথায় শ্বেত পাথরে গাঁথা,</p><p>মণ্ডপে তার মুক্তাঝালর দোলায় রাজার ছাতা।</p><p>ঘোড়সওয়ারি সৈন্য সেথায় চলে পথে পথে,</p><p>রক্তবরন ধ্বজা ওড়ে তিরিশঘোড়ার রথে।</p><p>আমি থাকি মালঞ্চেতে রাজবাগানের মালী,</p><p>সেইখানেতে যূথীর বনে সন্ধ্যাপ্রদীপ জ্বালি।</p><p>রাজকুমারীর তরে সাজাই কনকচাঁপার ডালা,</p><p>বেণীর বাঁধন-তরে গাঁথি শ্বেতকরবীর মালা।</p><p>মাধবীতে ধরল কুঁড়ি, আর হবে না দেরি--</p><p>তুমি যদি এস তবে ফুটবে তোমায় ঘেরি।</p><p>উঠবে জেগে রঙনগুচ্ছ পায়ের আসনটিতে,</p><p>সামনে তোমার করবে নৃত্য ময়ূর-ময়ূরীতে।</p><p>বনের পথে সারি সারি রজনীগন্ধায়</p><p>বাতাস দেবে আকুল ক'রে ফাগুনি সন্ধ্যায়।</p><p>বলতে বলতে মাথার উপর উড়ল হাঁসের দল,</p><p>নাগকুমারী মুখের 'পরে টানল নীলাঞ্চল।</p><p>ধীরে ধীরে নদীর 'পরে নামল নীরব পায়ে।</p><p>ছায়া হয়ে গেল কখন চাঁপাগাছের ছায়ে।</p>